Friday, 14 February 2014

WELL COME TO HANAFI MAZHAB

Hazrat Imam Abu Hanifa


Photo of Imam Azam Abu Hanifa
Imam Abu Hanifa (R.)
ইসলামী শরীয়তের ভিত্তিতে জীবন-যাপন করতে হলে আমাদেরকে চারটি মাযহাব থেকে তথা হানাফী, শাফেয়ী, মালেকীহাম্বলী যে কোন একটি মাযহাবকে অনুসরণ করতে হয়। সারা বিশ্বে Hanafi Mazhab এর অনুসারী বেশী। কারণ হানাফী মাযহাব বাস্তবতার সাথে বেশী খাপ খেয়েছে এবং এর নিয়ম-কানুনগুলো মানুষের জন্য সহজসাধ্য ও বোধগম্য। আর এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম হলেন ইমাম আজম ইমাম আবু হানিফা (রঃ), তিনি সমগ্র বিশ্বে ইমাম আজম নামে প্রসিদ্ধ। তার নাম নুমান ইবনে সাবিত। উপনাম আবু হানিফা। তিনি ৮০ হিজরীতে কুফা নগরীতে জন্ম গ্রহণ করেন। তিনি অসাধারণ মেধা ও স্মৃতি শক্তির অধিকারী ছিলেন। কৈশোরে একাধিক সাহাবীর দর্শন লাভ করেন এবং তাদের থেকে ইলমে দ্বীনের প্রতি অনুপ্রাণিত হন। ১৭ বছর বয়সেই তিনি বিদ্যার্জনে মনোনিবেশ করেন। প্রথমতঃ ইলমে কালাম বা দর্শন শাস্ত্রের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং অত্যল্প সময়ের মধ্যেই তাতে পূর্ণরূপে পান্ডিত্য লাভ করেন। এ সময় তিনি কোরআনহাদিসে অগাধ জ্ঞান ও পান্ডিত্যের অধিকারী হন। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি মক্কা-মদীনাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি পর্যায়ক্রমে চার সহস্র উস্তাদের নিকট শিক্ষা লাভ করে ফিকাহ শাস্ত্রে গভীর পান্ডিত্য অর্জন করেন। ইমাম আবু হানিফা (রঃ)-ই সর্বপ্রথম ফিকাহ শাস্ত্রকে একটি স্বতন্ত্র ইসলামী শাস্ত্রের পদমর্যদায় অধিষ্ঠিত করেন। তিনিই মাসায়ালাসমূহকে সুবিন্যস্ত করে ফিকহ শাস্ত্রের উপর গ্রন্থ রচনায় পূর্ণ মনোনিবেশ করেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি মুসলিম বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ফিকহ শাস্ত্র বিশারদ হিসেবে খ্যাতি ও স্বীকৃতি লাভ করেন। ইমাম আবু হানিফার অসাধারণ খ্যাতি ও যশ ছড়িয়ে পড়লে উমাইয়া খলিফা আল মানসুর তাকে রাষ্ট্রীয় কাজীর (প্রধান বিচারপতি) পদ গ্রহণের প্রস্তাব দেন। তিনি উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলে খলীফা মানসুর তাকে ১৪৪ হিজরীতে কারাগারে আবদ্ধ করেন। অতঃপর ১৫০ হিজরী সনে গোপনে বিষ প্রয়োগের মাধ্যমে তাঁকে কারাগারেই শহীদ করা হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Mazar Of Imam Abu Hanifa












আমার অন্যান্য ওয়েব সাইটসমূহঃ
১. আপনি যদি জানতে চান আমাদের চারপাশে থাকা গাছ-গাছালী, লতা-পাতা, ফল ও পশু-পাখি ইত্যাদি কোনটি কোন রোগের জন্য উপকারী এবং কিভাবে মেডিসিন তৈরী করা যায়, তাহলে visit করুন- www.rezviacademy.blogspot.com

২. আপনি যদি বাংলা ও ইংলিশ ভাষায় উভয় ভাষায় সম্পূর্ণরূপে ইংরেজী ব্যকরণ সম্পর্কে জানতে চান তাহলে visit করুন- www.higherenglishgrammar.blogspot.com 

৩. আপনি যদি online থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় এ বিষয়ে জানতে  চান তাহলে visit করুন- www.mmtips2u.blogspot.com 

৪. আপনি যদি গাউছে আজম হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) এর কারামাত সম্পর্কে জানতে চান তাহলে visit করুন- www.gausulazamjilani.blogspot.com  

৫. আপনি যদি কুরানিক মেডিসিন সম্পর্কে জানতে চান তাহলে visit করুন- www.quranicmedicine.blogspot.com

৬. আপনি যদি ইমামে আহলে সুন্নাত মোজাদ্দেদে দ্বীন এ মিল্লাত শাহ আহমদ রেজা খান ব্রেলভী (রঃ) সম্পর্কে জানতে চান তাহলে visit করুন- www.alahazratinbengali.blogspot.com  

৭. আপনি যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান তাহলে visit করুন- www.explanationofdream.blogspot.com 

৮. মাননীয় মন্ত্রী জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের পূর্ব পুরুষ অলিয়ে কামেল আব্দুল জলিল (বালুশাহ) সাদেকনগরী আল্‌মাইজভান্ডারীর জীবন ও কর্ম সম্পর্কে জানতে ভিজিট করুন www.balushasadeknogori.blogspot.com 

৯. আমাদের মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা সম্পর্কে জানতে ইচ্ছুক হলে ভিজিট করুন  
www.mazharululumgfazilmadrasah.edu.bd 
 104365.bmeb.gov.bd
www.gausiamadrasah.blogspot.com

১০. হারবাল চিকিৎসা সম্পর্কে জানতে ইচ্ছুক হলে ভিজিট করুন www.harbalblog.wordpress.com  



Online এ Account করার site
1. payza এই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করুন। এটা বাংলাদেশীদের জন্য খুবই ভাল।   
2. skrill এই সাইটে রেজিস্ট্রেশন করার সময় referrer এর জায়গায় rezvi84@yahoo.com লিখুন। 
3. paypal
4. International Money Order site "payoneer"